ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

হত্যা মামলায় গ্রেপ্তার করা হলো ফারজানা রুপা ও শাকিলকে

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ২২, ২০২৪ ৩:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:: আলোচিত সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শাকিল আহমেদ ৭১ টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক এবং ফারজানা রুপা প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ছিলেন।

বুধবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, উত্তরা পূর্ব থানার মামলায় আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে গ্রেপ্তার করা হয়।

এদিন তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে।

ডিএমপি আরও জানিয়েছে, তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যা মামলা নং-৪। মামলার ধারা- ৩০২/১১৪/১০৯ পেনাল কোড।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সকাল ৮টা ২০ মিনিটে শাকিল আহমেদ, ফারজানা রুপা ও তার মেয়েকে আটকে দেওয়া হয়। তারা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে (টিকে-৭১৩) ইস্তাম্বুল হয়ে প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন।

আপনার মন্তব্য লিখুন