খাজা রাশেদ,লালমনিরহাট।। অনিয়ম,দুর্নীতিসহ স্বেচ্ছাচারীতার কারণে লালমনিরহাটে ছাত্র আন্দোলনের তোপের মুখে এক প্রধান শিক্ষক পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২০ আগষ্ট) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার লোহাখুচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন দুদু পদত্যাগ করেন।
জানা গেছে, জেলার সদর উপজেলা হারাটি ইউনিয়নের লোহাখুচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন দুদু। তিনি জাতীয় পার্টির একজন নেতা। প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ে যোগদান করার পর থেকে প্রভাব বিস্তার করে আসছেন তিনি।
এছাড়াও স্কুলের বিভিন্ন আয়ের টাকাও ম্যানেজিং কমিটির ও প্রধান শিক্ষক সিন্ডিকেটের মাধ্যমে আত্মসাত করেন। এমনকি ওই স্কুলে দফায় দফায় বিভিন্ন পদে নিয়োগ দেন।
এসব বিভিন্ন অনিয়মের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল থেকেই ওই প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে আন্দোলন চালিয়ে যান। খবর পেয়ে এডিসি জেনারেল ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসেন এবং শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিকেলে প্রধান শিক্ষক রুহুল আমিন দুদু পদত্যাগ করেন।
শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্নীতিবাজ প্রধান শিক্ষক পদত্যাগ করায় আমারা আন্দোলন তুলে নিয়েছি।