ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙচুর, দরজা-জানালা লুটপাট!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ১০, ২০২৪ ৩:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:: আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ভাঙচুর করে বাসিন্দাদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীরা লুটে নিয়েছে ১৩টি ঘরের দরজা জানালাসহ নিরীহ মানুষের বিভিন্ন মালামাল। বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোরে মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও এলাকায় এ ঘটনায় ঘটে।

ক্ষতিগ্রস্ত ভোক্তভোগীদের অভিযোগ, জিহসতলায় এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ১৬টি ঘরে দুঃস্থ অসহায় পরিবার গত ১ বছরে বেশি সময় ধরে বসবাস করে আসছিলো।

গত মঙ্গলবার বিকেলে তাদের সে জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকি প্রদান করে স্থানীয় কিছু মানুষ। হুমকিতে ঘরগুলো ছেড়ে ওইদিন চলে যায় তারা। পরে বুধবার দিবাগত রাত থেকেই শুরু হয় ভাঙচুর ও পরে লুটে নেয়া হয় ঘরের দরজা, জানালা। এতে অসহায় পরিবারগুলোকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

সরজমিনে গিয়ে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের ১৬টি ঘরের মধ্যে ১৩টিরই দরজা কিংবা জানালা নেই। ভাঙচুর করা বিভিন্ন মালামাল ও ক্ষত দেখা গেছে দেয়াল জুড়ে। ভুক্তভোগীদের দাবি, আশ্রয়ণ প্রকল্পের জমি হলেও ওই জমি নিজেদের দাবি করে আসছিলো স্থানীয় কিছু মানুষ। তারাই ওই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

আশ্রয়ণ প্রকল্পের এক বাসিন্দা জানান, আমাদের একেবারে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছিলো। পরে যে যেভাবে পারছি পালাইছি। আসবাপত্র ভাঙচুর করা হয়েছে। সকালে এসে দেখি ঘরের দরজা জানালাও ভেঙে নিয়ে গেছে। পরিবার নিয়ে কোথায় থাকবো এখন মাথা গোঁজার জায়গা নেই। একই অভিযোগ করে আরও কয়েকজন জানান, কিছু রাখা হয়নি সব নিয়ে গেছে। আমরা এর বিচার চাই।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন জানান, বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছি। এ বিষয় খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে। জমিসহ ওই ঘরগুলো দুঃস্থ মানুষের নামেই দলিল করা।

আপনার মন্তব্য লিখুন