মনজু হোসেন,স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ে বিদেশ প্রত্যাগত অভিবাসীদের পুন:একত্রীকরণে রেইজ প্রকল্পের ভুমিকা ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন)দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সভা কক্ষে জেলার বিভিন্ন দেশ থেকে ফেরত অভিবাসী কর্মীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।পঞ্চগড় জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার ঠাকুরগাঁও এর আয়োজনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।এ-সময় বিভিন্ন দেশ থেকে ফেরত আসা জেলার শতাধিক নারী পুরুষ সেমিনারে অংশগ্রহণ করে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।সেমিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি”র বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) সৌরেন্দ্র নাথ শাহা।এসময় প্রবাসীকল্যান মন্ত্রনালয়ের বিভিন্ন কর্মসুচির কথা তুলে ধরে, জটিলতা থেকে শুরু করে বিদেশ অবস্থান সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ, পৌর মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওশন জামিল চৌধুরী ডলার, জেলা মহিলা সংস্থার পরিচালক মনিরা পরভিন বক্তব্য রাখেন।