ঢাকাবুধবার , ৫ জুন ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় গরু পাচারে বাঁধা দেয়ায় হামলা-আহত-৩

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ৫, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধ ভাবে ভারতীয় গরু পাচারে বাঁধা দেয়ায় পাচারকারী চক্রের হামলায় মুক্তিযোদ্ধার সন্তানসহ উভয় পক্ষের ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার দীঘলটারী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ছেলে নাভিল পরিবহনের কাউন্টার মাষ্টার মাহাফুজার রহমান (২৮) ও একই এলাকার গন্ধমরুয়া গ্রামের মৃত নুরুজ্জামান বাঘার ছেলে মাইদুল ইসলাম (২৯) এবং অপর পক্ষের একই এলাকার কাশিয়াবাড়ি গ্রামের মনোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্ত দিয়ে প্রতিরাতে অবৈধ ভাবে ভারতীয় গরু পাচার করছেন চোরাচালান চক্র। চক্রটি স্থানীয় প্রশাসনকে মাসোহারার মাধ্যমে ম্যানেজ করে এসব ভারতীয় গরু পাচার করে আসছে। পাচার হওয়া এসব গরু স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে সনদপত্র দিলে তা বৈধতা পেয়ে বাজারে চলে যায়। কিছু পাচারকারী পরিষদের সনদ ছাড়াই কৌশলে বাজারে নিয়ে বিক্রি করছেন। আসন্ন ঈদকে সামনে রেখে বেশ জমে উঠেছে ভারতীয় গরু পাচার। প্রশাসনের সকল পর্যায়কে ম্যানেজ করে গরু পাচার করায় চক্রটি বেশ সক্রিয়। এতে কেউ বাঁধা দিলে চক্রটি হামলা ও মামলা দিয়ে হয়রানী করে। এ কারনে অনেকেই দেখেও না দেখার ভান করেন।
মঙ্গলবার বিকেলে পাচারকারী চক্র মনোয়ার হোসেন গংরা ভারতীয় গরু নিয়ে বাজারে যেতেই পথে বাঁধা দেন স্থানীয় কতিপয় যুবক। এ সময় পাচারকারীদের সাথে স্থানীয়দের বাকবিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে। পরে মামলার ভয় দেখিয়ে গরু নিয়ে বাজারে চলে যান চক্রটি।

এরপর বাঁধাদানকারী যুবকদের দুইজন মাহফুজার রহমান ও মাইদুল ইসলাম বাড়ি ফিরলে কাশিয়াবাড়ি এলাকায় তাদেরকে আটক করে মনোয়ার হোসেন গংরা চেন ও রড দিয়ে এলোপাতারী ভাবে মারপিট করেন করেন বেঁধে রাখে বলে অভিযোগ করেন তারা। পরে খবর পেয়ে আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস তাদেরকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর পক্ষের মনোয়ার হোসেনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। ভারতীয় গরু পাচারে বাঁধা দেয়ায় পাচারকারী চক্রের হোতা মনোয়ার হোসেন আমাদেরকে রড ও চেন নিয়ে পিটিয়ে রক্তাক্ত করে আটকে রাখে। প্রতিরাতে দুর্গাপুর সীমান্ত দিয়ে অন্তত দুই/তিনশত গরু পাচার হয়ে আসছে। সরকার রাজস্ব হারালেও কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় প্রশাসন ও পাচারকারীরা। দেশি খামারিদের বাচাতে গরু পাচার বন্ধ করার জোর দাবি জানান তিনি।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু বলেন, সীমান্তের ইউনিয়নে এমন মারামারির ঘটনা মাঝে মাঝে ঘটে। তবে এটি কেন ঘটেছে তা জানা নেই।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, সরকারী কাজে লালমনিরহাট আদালতে রয়েছি। বিষয়টি জানি না। খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস বলেন, ভারতীয় গরু পাচার হচ্ছে এমন খবরে স্থানীয় যুবকরা গরুর গাড়ি তল্লাসী করেন। এ নিয়ে প্রথম পর্যয়ে মারামারি হয় যা স্থানীয়রা ছাড়িয়ে নেয়। এরই জের ধরে পরে আবার হামলা ও আটকিয়ে রাখার খবর পেয়ে আমি ঘটনাস্থল থেকে আটককৃতদের উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ও অপর পক্ষের একজনকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ্য হলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন