লালমনিরহাট প্রতিনিধি।। বদলে যাব, বদলে দেব- এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আমানত সংগ্রহ, স্কুল ব্যাংকিং ও খেলাপী ঋণ আদায় সংক্রান্ত গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হারাটি বন্দর শাখার আয়োজনে লোহাখুচি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় রাকাবের মহাব্যবস্থাপক মো. বাবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট রাকাবের জোনাল ব্যবস্থাপক মো. মাহমুদুল আলম (ডিজিএম), জোনাল নিরীক্ষা কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন (এজিএম), হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানা, কাজীর চওড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হাকিম খাঁন, লোহাখুচি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রুহুল আমিন দুদু সহ গ্রাহক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হারাটি বন্দর শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আমানত সংগ্রহ, স্কুল ব্যাংকিং ও খেলাপী ঋণ আদায় সংক্রান্ত গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপাড় বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আমানত সংগ্রহ, স্কুল ব্যাংকিং ও খেলাপী ঋণ আদায় সংক্রান্ত গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।