খাজা রাশেদ,লালমনিরহাট।। ভালো ফলাফলের মাধ্যমে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে লালামনিরহাটের আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ফাতেমাতুজ জাহরা (রাঃ) মহিলা মাদ্রাসা।
জানা যায়,
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
(বেফাক) এর ৪৭ তম কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় জেলার আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকায় অবস্থিত জামিয়া আরাবিয়া ফাতেমাতুজ জাহরা (রাঃ) মহিলা মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সম্প্রতি,প্রকাশিত হওয়া
ফলাফলে
প্রতিষ্ঠানের ইবতেদাইয়া ১৩ ও মুতাওয়াসসিতাহ ৯ জনসহ মোট ২২ জন ছাত্রী মেধা তালিকায় স্থান করে নেয়।
এদিকে,এমন কৃতিত্ব অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কৃতি শিক্ষার্থী সহ অভিভাবকবৃন্দরা।
আর,২২ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নেওয়ায় মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া জানানোর পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন জামিয়া আরাবিয়া ফাতেমাতুজ জাহরা (রাঃ) মহিলা মাদ্রাসার মুহতামিম ও পরিচালক মুফতি ফজলুল করিম শাহরিয়ার।
তিনি বলেন,এ কৃতিত্ব সম্ভব হয়েছে প্রতিষ্ঠানের সকল শিক্ষক সহ ছাত্রীদের মনোযোগ ও কঠোর পরিশ্রমের কারণে।
সেই সাথে অভিভাবকবৃন্দদের প্রতি ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আগামী দিনে প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন করেন তিনি।