পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ড জৈনকাঠী এলাকা থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার ও ৭ মামলার আসামিসহ ০২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
শুক্রবার (০৫-এপ্রিল-২০২৪ ইং) তারিখ বিকেল আনুমানিক ৫ টার সময় জৈনকাঠী এলাকায় অভিযান চালিয়ে গোডাউনের সামনে থেকে (১). রফিকুল ইসলাম মুরাদ (৩২) ও (২). বেল্লাল গাজী (৩৭) কে ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত রফিকুল ইসলাম পৌর শহরের ১ নং ওয়ার্ডের বাসিন্দা খলিল মৃধার ছেলে এর আগে ৭ টি মামলার আসামি এবং বেল্লাল গাজী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ খলিল মৃধার ছেলে।
ডিবি পুলিশ সুত্রে জানাগেছে, জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার নির্দেশে ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ)/সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৌরসভার টাউন জৈনকাঠী ২নং বাঁধঘাটের গোডাউনের সামনে হইতে ০৭(সাত) টি মাদক মামলার আসামী ১। মোঃ রফিকুল ইসলাম মুরাদ (৩২), এবং ০৪(চার) টি মামলার আসামী ২। মোঃ বেল্লাল গাজী (৩৭), কে ০১টি নীল রংয়ের এয়ার টাইট জিপারের মধ্যে রক্ষিথ ২৫০(দুইশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। উদ্ধারকৃত অবৈধ মাদকের ওজন ২৫(পচিশ) গ্রাম,যাহার বাজার মূল্য অনুমান (২৫০×৩০০)= ৭৫,০০০/- (পচাঁত্তর হাজার) টাকা।
এ বিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, আটকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা মামলা দায়ের করা হয়েছে।