ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সর্বাত্মক দেশপ্রেমিক মানুষের ঐক্য প্রয়োজন -এমপি গোপাল

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ১৪, ২০২০ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, পরম শ্রদ্ধা ভরেশ্রষ্ঠার প্রতি নিজেকে সমর্পন করার জন্য ¯শ্রষ্টাকে যে যে রূপে চায়, শ্রষ্টা তাকে সে রূপে দেখা দেয়। আজকে সমগ্র পৃথিবী করোনার কারণে সংকটাপন্ন অবস্থায়। এ সংকট থেকে উত্তরণে মা কালী আমাদের পরিত্রাণ দেবেন এবং তিনি তাঁর সৃষ্টিকে রক্ষা করার জন্যই এমন ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছিলেন।

আজকে অবশ্যই মা তার সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বড় উদাহরণ। এদেশের সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি মহল বরাবরই তৎপর ছিল। এদের তৎপরতা ইতিমধ্য লক্ষ করা যায় এবং যারা ৭১ সালে বাংলাদেশে চায় নাই, যারা হৃদয়ে এখনো পাকিস্তানকে ধারণ করেন, যারা নব্য পাকিস্তান সৃষ্টির পাঁয়তারা করেন সেইসব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সর্বাত্মক দেশপ্রেমিক মানুষের ঐক্য প্রয়োজন।

১৪ নভেম্বর ২০২০ শনিবার হিন্দু ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে কাহারোল দশমাইল শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিদর্শনকালে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মজিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন