(অনুভূতি কথা কয়!)
হিল্লোল তালুকদার
অজান্তেই তোরা আমার কত আপন হয়ে গেছিস?
কতো আদরে আমার মাঝে বাঁচিয়ে রেখেছিস আমাকে!
জানিস? সবাই কেবল সেই অধরা সুখের পিছেই ছুটে।
সুখ যে কেবল ক্ষণিকের…..
বুঝার পরেও মানুষ কতো অবুঝ।
অথচ দেখ,আমি তোদের নিয়ে কত ভালো আছি।
তোদের সাথে নিয়েই কাটিয়ে যাচ্ছি দিনের পর দিন,রাতের পর রাত।
সুখের দেখা পেতে চেয়েছিলাম আমিও
পাবোনা জেনেই সে দৌড় থামিয়ে দিয়েছি।
আমি তোদের নিয়ে দিব্যি ভালো আছিরে….
ভালো থাকিস আমার মন খারাপের কারণগুলো,
ভালো থাকিস কষ্ট আওড়ানোর পর দীর্ঘশ্বাসেরা,
ভালো থাকিস আমার একাকী নির্জন কক্ষ,
ভালো থাকিস বিশ্বাসে বিশ্বাস হারানোরা।
বোবা কান্নারা ভালো থাকিস,
ভালো থাকিস চোখের নোনা জল।
আমার উপলব্ধি, আমার অনুভূতি
আমার না শুনা কথাগুলো, ভুলতে চাইলেও ভুলতে না পারা স্মৃতিগুলো,
অতৃপ্ত বাসনা,কাল্পনিক কল্পনা,
প্রতিনিয়ত হৃদয়ে জ্বলন্ত যন্ত্রণাগুলো
তোরা সবাই ভালো থাকিস।
অবাস্তব রঙিন কল্পনা,দুষ্টু মিষ্টি শিহরণ,
জাগতিক মোহ মায়া,অচল চেতনাবোধ,
অভিমানী চাওয়াগুলো,অঙ্কুরেই বিনষ্ট হওয়া
প্রাপ্তির অপূর্ণতারা,জয় করা মৃত্যু ভয়েরা,
সবাই ভালো থাকিস…..
আমার সতত সঙ্গী তো তোরাই…..
আয়……আজ নেই শপথ
আমৃত্যু সরবে জড়িয়ে রব,
জীবনের বাকিটা পথ।