পিন্টু কুমার সরকার: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অধিক পরিমাণ কৃষি জমি ব্যবহার ও আবাসিক এলাকায় ইটভাটা গড়ে তোলার অভিযোগে দুই ইট ভাটার মালিককে মোট এক লাখ টাকা জমিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার উপজেলার পৃথক দুটি ভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি বলেন, উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ এলাকার এফকেএম ব্রিকসকে আবাসিক এলাকা ও অধিক কৃষিজমি ব্যবহার করার অপরাধে ৫০ হাজার ও একই উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ এলাকার এসআরবি ব্রিকস এ ফায়ার লাইসেন্স না থাকার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন