ঢাকামঙ্গলবার , ৫ জানুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

মানবতার জয়!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ৫, ২০২১ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

(মানবতার জয়)
অপূর্ব কুমার দাস।

কর্মের মধ্যে মানুষ বাঁচে-
বয়সের মাধ্যমে কেহ নয়,
পৃথিবীতে হউক মানবতার জয়-
কর্মেই যেন মানুষ অমর রয়।

মানুষ রূপে ভদ্র পোশাকে
ভরপুর আজ সমগ্র দেশ
অধিকাংশ মানুষই স্বার্থপর
মনুষ্যত্বের নেই কোন লেশ।

জন্ম হলেই মরতে হবে
অমরতো কেহ কোন দিন নয়
নব নব সৃষ্টিতে ধরা মাঝে
মানব জাতি রবে চির অক্ষয়।

বিবেক থাকবে মানব মনে
আত্মসম্মান মান মর্যাদা হুস
করো নির্নয় ন্যায় অন্যায় ভালোমন্দ
ভুলে যাও হিংসা বিদ্বেষ অন্যের দোষ।

নবীনের হাতে দেবো মুক্তির পতাকা
শান্তির জন্য যাবে তারা রণ যুদ্ধে
ভূলুণ্ঠিত হবে না মানবতা কখনো
নতুন ইতিহাস গড়বে সব কিছুর উর্ধ্বে।

ক্ষিতি অপ ত্যেজ মরূৎ ব্যোমে
বিধাতার সৃষ্টি মানুষ একই ছাঁচে গড়া
কালো আর ধলো বহিরঙ্গ মানুষের
গভীর তরঙ্গে বইছে একই রক্তের ধারা।

মানব সেবাই তোমার মানব ধর্ম
পরার্থপরতা সেরা কর্ম প্রথম ধাপ
স্বার্থের কথা ভাবলে তোমার
বেড়েযাবে ধীরে ধীরে উর্ধ্ব রক্তচাপ।

সৎ ও মহৎ কর্ম করলে ভবে
থাকবে না আর পরপারে শূল
বিশ্বমাঝে বয়ে যাক শান্তিধারা
চির জাগরুক হউক মনুষ্যত্বের কূল।

লেখক: অপূর্ব কুমার দাস।

আপনার মন্তব্য লিখুন