গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় আধিপত্য বিরাজকে কেন্দ্র করে সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।
সোমবার (৮ জানুয়ারি) বিকেলে সাঘাটা উপজেলার গটিয়া গ্রাম থেকে বাড়ি ফেরার পথে হাট ভরতখালী মোড়ে এই হামলার ঘটনা ঘটে। জাহাঙ্গীর কবিরকে গুরুত্বর অবস্থায় তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ও পরে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু অবস্থা আশষ্কাজনক হওয়ায় তাকে পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছে চিকিৎসকরা।
স্থানীয়রা জানান, বিলের ইজাড়া, ঠিকাদারীসহ আধিপত্য বিরাজকে কেন্দ্র করে সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট ও তার ভাই সুজাউদ্দৌলার সাথে দ্বন্দ ছিলো জাহাঙ্গীর কবীরের। সেই দ্বন্দের জেড়ে তার উপর হামলার ঘটনা ঘটেছে।
তবে অভিযোগের বিষয়ে জানতে চেষ্টা করেও পাওয়া যায়নি মোশারফ হোসেন সুইট ও তার ভাই সুজাউদ্দৌলাকে। এমনকি তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া য়ায়।
হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন জানায়, বিকেলে বাড়ি ফেরার পথে হাট ভরতখালী মোড়ে সিএনজিটি পথরোধ রোধ করে একদল দূবৃর্ত্ত। এসময় দূর্বৃত্তরা সিএনজি থেকে জাহাঙ্গীর কবীরকে নামিয়ে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তবে কারা এই হামলায় জড়িত তা এখনো জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ।