ঢাকাশনিবার , ৬ জানুয়ারি ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

নাহিদ নিহার সাগরেই আস্থা সুন্দরগঞ্জের মানুষ!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ৬, ২০২৪ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচসরণার শুরু থেকে ঢেঁকি মার্কা নিয়ে মাঠ কাঁপাচ্ছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী নাহিদ নিহার সাগর । সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত – পথে ঘাটে চায়ের দোকানে চলছে নির্বাচনের প্রচার প্রচারণা। চায়ের গরমের মতোই উত্তপ্ত গরম হয়ে উঠতেছে রাজনীতির মাঠ।

সরেজমিনে ঘুরে সুন্দরগঞ্জবাসীর কাছে জানা যায় যে,এবার এমপি হিসেবে দেখতে চান ঢেঁকি মার্কার নাহিদ নিহার সাগরকে। বর্তমান সরকারের স্বপ্ন পূরণে নাহিদ নিহার সাগরের বিকল্প নেই বলে জোরদার আলোচনা চলছে মহল্লার অলিতে গলিতে । ইতিমধ্যে প্রচার-প্রচারণা এবং জনপ্রিয়তায় তিনিই রয়েছে সবার শীর্ষে।

সুন্দরগঞ্জবাসী বিশ্বাস করেন নাহিদ নিহার সাগর এমপি হলে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন হবে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সারা বিশ্বের বিভিন্ন দেশে রেকর্ড সংখ্যায় নারীরা নির্বাচনে দাঁড়াচ্ছে-যা বৈশ্বিক রাজনীতির চেহারা পাল্টে দিচ্ছে এবং জাতীয় আইনসভা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে লিঙ্গ সমতা আনার ক্ষেত্রে অগ্রগতি ঘটিয়েছে। তারই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।

জানা যায়, এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিল্পপতি মিসেস আফরুজা বারী। পরে জাতীয় পার্টির সাথে সমঝোতা হলে কেন্দ্রীয় নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। কিন্তু মা মনোনয়ন প্রত্যাহার করলেও নির্বাচনে থেকে যান মেয়ে প্রকৌশলী আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর। যিনি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং প্রস্তাবিত কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

এদিকে, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন নিগারের মামা প্রয়াত মঞ্জুরুল ইসলাম লিটন। আর মামার আসনেই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যাওয়া আসনটি পুনরুদ্ধার করতে চান তিনি। গড়তে চান স্বপ্নের সুন্দরগঞ্জ।

জয়ের ব্যাপরে আশাবাদ ব্যক্ত করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার বলেন, তিস্তার ভাঙন কবলিত এ উপজেলার বিস্তীর্ণ এলাকা চরাঞ্চল। আমি যেহেতু অর্থনীতি নিয়েও পড়াশোনা করেছি এবং আমার মা একজন শিল্পপতি। তাই পরিবার ছেড়ে বাইরে যেতে যাতে না হয়, সেজন্য এলাকার উপযোগী শিল্পকারখানা গড়ে তুলে অবহেলিত এ জনপদের দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। রাস্তাঘাট অধিকাংশ এখনো কাঁচা। উপজেলা সদরের রাস্তাগুলোরও দশা বেহাল। মানুষের মৌলিক অধিকারগুলোর মতো রাস্তাঘাটের উন্নয়নও একই পর্যায়ের। বেকারত্বে ভুগলে তরুণরা বিপথগামী হওয়ার সম্ভাবনা থাকে। তাই তাদের জন্য সুন্দরগঞ্জে একটি আইটি পার্ক করবো।

আপনার মন্তব্য লিখুন