জেলা প্রতিনিধি, গাইবান্ধা:: রেজুলেশনে স্বাক্ষর না করায় গাইবান্ধা সদর সাব রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক ফয়জার রহমান সরকারকে (৫৮) মারপিট করছে দলিল সমিতির সভাপতি নুরে হাবিব মো. টিটনের বিরুদ্ধে। এনিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
ফয়জার রহমান সরকার গাইবান্ধা সদর উপজেলার বারবলদিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি গাইবান্ধা সদর সাব রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক। তার সনদ নং-০১/৯৮।
অভিযুক্ত নুরে হাবিব মো. টিটন সদর উপজেলার ঘাগোয়া (মিয়াপাড়া) গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। গাইবান্ধা দলিল লেখক সমিতির সভাপতি।
অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর সাব রেজিষ্ট্রী অফিসে প্রায় এক মাস থেকে অভ্যন্তরীন গোলযোগের কারনে দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক সমিতির যাবতীয় কার্যক্রম স্থগিতসহ সমিতির নামে আর্থিক লেনদেন না করার নির্দেশনা প্রদান করেন। সাধারন সম্পাদকের নির্দেশনা অনুযায়ী সাব-রেজিস্ট্রী অফিসে কর্মরত দলিল লেখকরা যথানিয়মে দলিল সম্পাদন করতে থাকেন।
এরই একপর্যায়ে গত বুধবার (২৭ ডিসেম্বর) সকালে সমিতির সভাপতি নুরে হাবিব মো. টিটন সমিতির কার্যক্রম পুনরায় বহাল করার জন্য তার একক সিদ্ধান্তে একটি রেজুলেশন তৈরি করে দলিল লেখকদের স্বাক্ষর করতে বলেন। এতে কয়েকজন স্বাক্ষর করলেও ভুক্তভোগী ফয়জার রহমান সরকারসহ অধিকাংশ দলিল লেখকরা স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়। এসময় সমিতির সভাপতি ক্ষিপ্ত হয়ে ফয়জার রহমানকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকী প্রদর্শন করেন।
এছাড়াও বিকেলের দিকে একটি দলিল রেজিষ্ট্রী সম্পাদনের জন্য সাব-রেজিষ্ট্রারের এজলাজে গেলে সমিতির সভাপতি পুনরায় ফয়জার রহমানকে রেজুলেশনে স্বাক্ষর করতে বলেন।
এসময় ওই রেজুলেশনে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে সমিতির সভাপতি নুরে হাবিব মো. টিটন সাব-রেজিষ্টারের সামনেই অকথ্য, অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকী দেয়। এতে বাধা দিলে সাব-রেজিষ্টারের কক্ষেই ফয়জার রহমান সরকারকে অতর্কিতভাবে হামলা চালিয়ে বুকে, পিঠে, মাথায়, মুখসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাথারীভাবে কিল-ঘুষি, চর-থাপ্পর, লাথি মারেন। এসময় উপস্থিত দলিল লেখকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। এঘটনায় বুধবার রাতেই থানায় লিখিত অভিযোগ দেন ফয়জার রহমান সরকার।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, মারপিটের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।