ঢাকাশনিবার , ৯ ডিসেম্বর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

বিউটিফুল লালমনিরহাট সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ১২০ নারী অগ্রযাত্রা স্বাবলম্বী সেমিনার

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ৯, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি।। গ্রামীণ নারী জাগরণ ও পিছিয়ে পড়া নারীদের উৎপাদন মুখি স্বনির্ভর করার জন্য আমরা সবাই সজাগ রয়েছি। আমরা আমাদের সংগঠনের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এগিয়ে এসেছি। আমরা প্রত্যান্ত অঞ্চলগুলোতে আকর্ষণীয় সেমিনারের মাধ্যমে এই কর্মসূচি চালিয়ে যাবো।

বেগম রোকেয়া দিবস উপলক্ষে শুক্রবার (৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় মানবতাবোধ, জাগ্রত হোক বিবেকের তাড়নায় স্লোগানকে সামনে রেখে “বিউটিফুল লালমনিরহাট সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন” এর আয়োজনে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের করিম বাজারে ১২০ জন নারী অগ্রযাত্রায় বিউটিফুল লালমনিরহাট এর স্বাবলম্বী হই প্রজেক্টের সেমিনার ও গ্রামীণ বালিস খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সংগঠনের সভাপতি মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান বকুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুজন চন্দ্র দাস, সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বরাত, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সিজান, দপ্তর সম্পাদক জীবন চন্দ্র রায়, কোষাধ্যক্ষ সুমন চন্দ্র রায়, অতিথি খাইরুল কবীর, স্থানীয় সমাজসেবক আপেল মিয়া, খুনিয়াগাছ ইউপি উদ্দ্যাক্ত মাসুদ রানা প্রমূখ। আলোচনা শেষে ১২০ নারীকে পুরুষ্কার হিসেবে পরিবেশবান্ধব গাছ উপহার প্রদান করা হয়।

উক্ত সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে প্রত্যান্ত অঞ্চলগুলোতে সেমিনার করছি। আমরা সকল নারীকে উৎপাদন ও সাবলম্বী হই ইভেন্ট চলমান থাকবে। পুরুষ্কার বিতরনী ও পরিবেশবান্ধব গাছ উপহার এর মাধ্যমে উক্ত কর্মসূচির সমাপ্ত হয়।

আপনার মন্তব্য লিখুন