ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বিদেশি মদসহ যুবলীগ নেতা আটক

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ৬, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:: গাইবান্ধার কামারজানী থেকে ২৬ বোতল বিদেশী মদসহ মোঃ মারুফ হাসান (৩৪) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।

আটককৃত মারুফ হাসান গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের মোঃ দুলু মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কামারজানী ইউনিয়ন শাখার আহবায়ক।

৬ ডিসেম্বর (বুধবার) সকালে আটকৃত মারুফ হাসানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

র‍্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার মাহমুদ বশির আহমেদ বলেন, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী এলাকায় একজন অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালায়। সে দীর্ঘদিন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল।

অভিযানে যুবক মারুফ হাসানে হাতেনাতে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে ২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সকালে আটক মারুফের বিরুদ্ধে বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক মামলা রুজু করা হয়। পরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন