ঢাকামঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

জিসিসি জাইকা প্রকল্প উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটি ঘোষণা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ৫, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর প্রতিনিধিঃ বিশ্বব্যাপী উন্নয়ন সহায়তা কমিটি, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)

১ অক্টোবর ২০০৩ হতে বিশ্বব্যাপী উন্নয়ন সহায়তা কমিটি, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন-সহযোগী হলো জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। আর উন্নয়ন-সহযোগীদের মধ্যে অন্যতম বিশ্বস্ত বন্ধু হলো জাইকা।
সংস্থাটির উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, শাখার কার্যাবলী সুষ্ঠ ও সুচারুভাবে পরিচালনার জন্য মাননীয় মেয়র মহোদয়ের (জনাবা জায়েদা খাতুন) সম্মতিক্রমে ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মনির হোসেন মন্ডলকে সভাপতি করে ৫ সদস্য সহ ৬ সদস্য বিশিষ্ট একটি স্থায়ী কমিটি গঠন করা হয়।

গত (৩ ডিসেম্বর) রবিবার সিটি কর্পোরেশনের তৃতীয় পরিষদের প্রথম কর্পোরেশন সভার ১১ নং ক্রমিক নং এর সিদ্ধান্তের আলোকে সিটি কর্পোরেশনের জাইকা কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্প সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে ২০ টি কমিটি ঘোষণা করেন গাজীপুর সিটি কর্পোরেশন।

এ সময় সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটি ঘোষণা করে গাজীপুর সিটি কর্পোরেশন। ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান কে সভাপতি এবং ৯ সদস্য নিয়ে গঠিত ১০ সদস্য বিশিষ্ট একটি স্থায়ী কমিটি ঘোষণা করেন গাজীপুর সিটি কর্পোরেশন।

গাজীপুর সিটি নির্বাচন ২০২৩ এ ২ নং ওয়ার্ডে প্রথম নির্বাচন করে বিজয়ের মাধ্যমে নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব মনির হোসেন মন্ডল জাইকা কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বিষয়ক স্থায়ী কমিটি সভাপতি দায়িত্ব পেয়ে মাননীয় মেয়র মহোদয় এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশন এর উন্নয়ন কাজের বড় দায়িত্ব পেয়ে সকলের নিকট সফলভাবে কাজ করার সহায়তা চান।

অন্যদিকে কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান নতুন দায়িত্ব পেয়ে মাননীয় মেয়র মহাদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে সিটি কর্পোরেশনের উপসচিব জনাব আব্দুল হান্নান কর্তৃক স্বাক্ষরিত কমিটির অনুলিপি সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর, বিভাগীয় প্রধান, আঞ্চলিক কর্মকর্তা, মেয়রের একান্ত সচিব সহ বিভিন্ন স্থানে অবগত ও প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন