মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুরে ২০০ টাকায় হাতের আংটি বিক্রয় কে কেন্দ্র করে বাকবিতন্ডায় জরিয়ে প্রতিবেশি নাজমুল হোসেনের (২০) ছুরির আঘাতে মাসুম হোসেন(২৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১ ডিসেম্বর)সকালে ১০.৩০ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের ৪ নং ওয়ার্ডের সারদাগঞ্জ রাইসমিল এলাকায় ঘটে এ ঘটনা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় শুক্রবার(১ ডিসেম্বর) সকালে মাসুম তার বসতবাড়ির পাশে বসে থাকলে নাজমুল এসে মাসুম এর সাথে হাতের আংটি ২০০ টাকার বিনিময়ে বিক্রিতে বাধা প্রদান করার বিষয়ে বাকবিতন্ডায় শুরু করেন। বাকবিতন্ডায় এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই পূর্ব-পরিকল্পিত ভাবে মাসুম হোসেনকে হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে এসে মাসুমের বুকে ছুরি দিয়ে আঘাত করে। এসময় মাসুম এর ডাক-চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুমের পিতা বাদী হয়ে কাশিমপুর থানা একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় ছুরি দিয়ে আঘাতকারী নাজমুল হোসেন (২০)কে আটক করেছে কাশিপুর থানা পুলিশ।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি বলেন বাকবিতন্ডায় জেরে ছুরির আঘাতে মাসুম হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতের পিতা বাদী হয়ে থানা একটি হত্যা অভিযোগ দায়ের করেছেন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।