আবু বকর ছিদ্দিক নোয়াখালী থেকেঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে মহিন উদ্দিন দুলাল ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ কার্যালয়টি উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মহিন উদ্দিন দুলাল।
সমাজের অসহায়, অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে মহিন উদ্দিন দুলালের পৃষ্ঠপোষকতায় গঠন করা হয়। একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন ‘মানবতার কল্যাণ ফাউন্ডেশন।
এ অসহায় ও অসুস্থ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় মানবতার কল্যাণ মহিন উদ্দিন দুলাল ফাউন্ডেশনের নোয়াখালী জেলা সোনাইমুড়ী উপজেলার সোনাপুর বাজারে এ ফাউন্ডেশন গঠন করা হলো।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মহিন উদ্দিন দুলাল সাংবাদিক আবু বকর ছিদ্দিককে বলেন, এই সংগঠন মানুষের মাঝে কল্যাণের প্রসার নিয়ে কাজ করবে। আর্থিক সাহায্যের পাশাপাশি মানুষের জীবনী শক্তিগুলো জাগিয়ে দিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সববয়সী মানুষকে প্রশান্তিময় জীবনের পথ দেখাবে এই ফাউন্ডেশন। অবহেলিত, পিছিয়েপড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বৃত্তবান মানুষের প্রতি আহবান জানান, তিনি আরও বলেন , আমাদের এই ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয়, সাংস্কৃতিক ও ক্রীড়া তথা সকল সমাজকল্যাণ মূলক কর্মকান্ডে সর্বদা নিয়োজিত থাকার অঙ্গিকার রাখি। এ ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে অবহেলিত মানুষের পক্ষে, অসহায় মানুষের পক্ষে। সেই ধারা অব্যাহত রাখতে আমার পরিবারের পক্ষ থেকে সমাজের উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করেছি। ভবিষ্যতে রাজনীতি করার জন্য নয় সমাজ ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।
ফাউন্ডেশন এর চেয়ারম্যান মহিন উদ্দিন দুলাল বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দুলালের আগমন উপলক্ষে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ মহিন উদ্দিন দুলাল আসার খবরে কোন পূর্ব আয়োজন ছাড়াই কয়েক শতাধিক নেতাকর্মী পৌঁছে যান ঢাকা মহাসড়ক উপজেলার চাষীরহাট বাজারে, এসময় মহিন উদ্দিন দুলালকে যুবলীগ, ছাত্রলীগসহ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর মহিন উদ্দিন দুলাল তার নিজ এলাকায় সোনাপুর গেলে সেখানে উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগসহ তৃণমূলের দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহফুজুর রহমান ভিপি বাহার, সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, সোনাইমুড়ী কলেজ ছাত্র সংসদের জিএস জাকির হোসেন লাতু, উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক হামিদ ইউসুফ তনয়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আবদুল জাব্বার, উপজেলা যুবলীগের সদস্য মাইন উদ্দিন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।