ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

৮ শত একর জমির ধান নষ্ট লালমনিরহাটে খাস জমি জবরদখল করে অবৈধ বাঁধ নির্মাণ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ১৩, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল হক,লালমনিরহাট: লালমনিরহাটে চলতি মৌসুমে আংশিক পানি নিষ্কাশন বন্ধ করে দেয়ায় প্রায় ৮ শত একর জমির আবাদি আমন ধানের ক্ষেত নষ্ট হয়ে গেছে। এমনকি অবৈধ ভাবে রেল লাইনের ধারে কয়েক হাজার সুপারির চারা রোপন করেছেন।

লিখিত অভিযোগ ও সরেজমিনে জানা যায়, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ও কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার (আংশিক) প্রায় দেড় হাজার একর জমির আবাদি জমির ফসল নষ্ট করার পায়তারা করছেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাখেন্দা গ্রামের খুদু ব্যাপারীর ছেলে ভূমিদস্যু আলতাফ হোসেন।

তিনি ওই এলাকার শতাধিক কৃষক কে তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ও রাজারহাট উপজেলার (আংশিক) নেটাগাড়ির দোলা কালামতের দোলা ও মনার মাল্লির দোলা নামক ৩ টি এলাকার শতাধিক কৃষকের প্রায় দেড় হাজার একর জমির ফসল নষ্ট করার পায়তারা চালিয়ে যাচ্ছেন ভূমিদস্যু আলতাফ হোসেন। তিনি অবৈধ ভাবে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট রেল বিভাগের, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর খাল ও সরকারী খাস জমি জবরদখল করে বাঁধ নির্মাণ করছেন। অবৈধ বাঁধ নির্মাণের ফলে ওই এলাকার কৃষকদের আবাদি জমির ফসল নষ্ট করছেন।

বাঁধ নির্মাণের ফলে পানি নিষ্কাশন বন্ধ রাখায় ইতোমধ্যে চলতি মৌসুমের প্রায় ৮শত একর জমির আমন ধনের ক্ষেত নষ্ট হয়ে গেছে। অবৈধ ভাবে পুরো বাঁধটি নির্মাণ করা হলে আগামী মৌসুমে শতাধিক কৃষকের প্রায় দেড় হাজার একর জমির ধান সহ অন্যান্য ফসল নষ্ট হবে।

ভূমিদস্যু আলতাফ হোসেন ওই এলাকার কৃষকদের বাঁধা তোয়াক্কা না করে প্রকাশ্য ভেকুদিয়ে মাটি উত্তোলন করছেন। বাংলাদেশ রেলওয়ের কুড়িগ্রাম মূখী রেল লাইনের ধারে বিট্রিশ আমলি ক্যানেল বন্ধ করে দিয়ে সম্পূর্ণ অবৈধ ভাবে বাঁধ নির্মাণের কাজ অব্যহত রেখেছেন। অবৈধ বাঁধটি নির্মাণ কাজ বন্ধ না হলে আসছে মৌসুমে দেড় হাজার একর কৃষি জমির ফসল নষ্ট হবে বলে প্রতিকার চেয়ে লালমনিরহাট জেলা প্রশাসক, রেলওয়ে বিভাগীয় ম্যানেজার ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী বরাবরে লিখিত অভিযোগ করেছেন ওই এলাকার কৃষকগণ।

ভুক্তভোগী কৃষক ইউপি সদস্য আবুল কাশেম, সারোয়ার ব্যাপারী, সাদিকুল, মহুবর হোসেন ও মনু মিয়াসহ আরও অনেকে জানান, ভূমিদস্যু আলতাফ হোসেন তাদের বাঁধাকে তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে ভেকুদিয়ে মাটি উত্তোলন করে বাঁধ নির্মাণ কাজ অব্যহত রেখেছেন। সরকারি জমি লিজ না নিয়ে বাংলাদেশ রেলওয়ের রেললাইন এর ধারে কয়েক হাজার সুপারির চারা ইতিমধ্যে রোপন করেছেন।

লালমনিরহাট জেলা প্রশাসক ও বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় ম্যানেজার এবং লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, ওই এলাকার কৃষকদের লিখিত অভিযোগ পেয়েছি, শীঘ্রই তদন্ত পূর্বক আলতাফ হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন