গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় জামাত-বিএনপির নাশকতা, অনাকাঙ্খিত নৈরাজ্য বা অপতৎপরতা ঠেকাতে রাতে রেলপথে পাহাড়া দিচ্ছেন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার(৯ নভেম্বর) দিবাগত রাত থেকে গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য মাহামুদ হাসান রিপনের নির্দেশনায় সাঘাটা উপজেলা সেচ্ছাসেবকলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ রেলপথ সংলগ্ন গ্রামের সাধারণ মানুষ এ পাহাড়া বসিয়েছেন।
আওয়ামীলীগের নেতাকর্মী ও স্থানীয়রা জানান, বিগত সময়ে জামাত-বিএনপি গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলস্টেশনের অদূরে বুরুঙ্গি নামক স্থানে রেলপথের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলায় ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে চারজন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়। আবারো সারাদেশে নাশকতা শুরু করেছে জামাত-বিএনপি। দেশের বিভিন্ন স্থানে বাস-ট্রাকে আগুন দিচ্ছে। সেই নাশকতা ঠেকাতে উপজেলার কচুয়া ইউনিয়নের সীমানা হতে পদুমশহর ইউনিয়নের সীমানা পর্যন্ত ঢাকা-রংপুর রেলপথের ১২ কি:মি লাইনে এ পাহাড়া বসানো হয়েছে।
সাঘাটা উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন সাব্বির বলেন,সাঘাটা-ফুলছড়ি উপজেলার গণমানুষের নেতা জননেতা মাহমুদ হাসান রিপন এমপির নির্দেশনায় আগুন সন্ত্রাসীদের প্রতিরোধে আমরা রাজপথ ও রেলপথে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করে যাচ্ছি। জামাত-বিএনপির যে কোন ধরনের নাশকতা ঠেকাতে আমরা সর্বদা প্রস্তুত।
গাইবান্ধা-০৫(সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেন, রেলপথের নাশকতা ঠেকাতে সাঘাটা উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের নেতাকর্মীরা রাতে একাধিক টিম গঠন করে রেলপথ পাহাড়া দিচ্ছেন। জামাত-বিএনপির আগুন সন্ত্রাস রুখতে তারা সর্বদা প্রস্তুত রয়েছেন। নেতাকর্মীদের সাথে পদুমশহর ও কচুয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশও এই দায়িত্ব পালন করছে। সম্মিলিতভাবে সকলের প্রচেষ্টায় এ অঞ্চলের রেলপথের কোন ক্ষতি আমরা হতে দেব না।