ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে বিএনপির হামলায় আ’লীগ কর্মী নিহত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
অক্টোবর ২৯, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাটে হরতালকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয় দলের বেশ কয়েকজন নেতা-কর্মী ও সাংবাদিককে লাঞ্চিতসহ মটর সাইকেল ভাংচুর করা হয়েছে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিক প্রশাসনের কেউ মন্তব্য করতে রাজি হননি।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে লালমনিরহাটের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও পিকেটিং করতে থাকে বিএনপির নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে সাপ্টি বাড়ি বাজারে সড়কে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম হরতাল বিরোধী মিছিল নিয়ে বের হলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় বিএনপির দুই কর্মীকে পিটিয়ে আহত করা হয়।

এদিকে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ হয়। এসময় মহেন্দ্রনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ আওয়ামী লীগ কর্মী বিপ্লব, বাবলু ও জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করে বিএনপি নেতাকর্মীরা। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে নিলে জাহাঙ্গীরের অবস্থা আশংক্ষা জনক হলে তাকে তৎক্ষনাৎ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীরের মৃত্যু হয়।

এ বিষয়ে মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি তাহমেদুর রহমান বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন