ঢাকাশনিবার , ২১ অক্টোবর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনে বর্বর ইসরাইলী হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
অক্টোবর ২১, ২০২৩ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ, লালমনিরহাট।। “বিশ্বের মুসলিম এক হও এক হও,ফিলিস্তিনে বর্বর ইসরাইলী হামলা রুখে দাড়াও,মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক”শ্লোগানে
ফিলিস্তিনে বর্বর ইসরাইলী হামলার প্রতিবাদে লালমনিরহাট কেন্দ্রীয় জামেমসজিদ এর আয়োজনে মসজিদের মুসল্লীবৃন্দ ও ইমান মুয়াজ্জিন কল্যান পরিষদ সহ বিভিন্ন ব্যানারে ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণে সারা দেশের ন্যায় লালমনিরহাটে ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় জামেমসজিদের সামনে থেকে কয়েক হাজার মুসলিমের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
বিশ্বের মুসলিম এক হও লড়াই করো সহ বিভিন্ন শ্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিল টি শহরের মিশন মোড় এসে শেষ হয়।

পরে বিশ্ব মানবতার শত্রু আমেরিকার সহযোগিতায় দখলদার জালেম ইহুদি রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজা উপতক্যায় নির্বিচারে নারী শিশু, সহ নিরীহ মুসলমানদের গণহত্যা করার প্রতিবাদে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় নারকীয়,বর্বর, পৈশাচিক ইসলরাইলী বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলার নিন্দা জানাতে সমাবেশে নানান লেখা সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন বিভিন্ন মসজিদ ও এলাকা থেকে আগত মুসলিমরা।

সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন,লালমনিরহাট কেন্দ্রীয় জামেমসজিদ এর পেশ ইমাম ও খতীব আলহাজ্ব মাওলানা মোঃ আতিকুর রহমান,নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃমোসলেম উদ্দিন,সহকারী সুপারেনটেনডেন্ট রফিকুল ইসলাম,রইসবাগ মাদ্রাসার সুপারেনটেনডেন্ড মোঃহাবিবুর রহমান,মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট আইয়ুব আলী বসুনিয়া প্রমূখ।

বক্তব্যে,বক্তাগন বলেন, ফিলিস্তিনে জালেম ইহুদি রাস্ট্র ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দোসরদের প্রত্যক্ষ মদদ,অর্থ সহ অস্ত্র-গোলাবারুদ দিয়ে সহায়তা করে সেখানকার নিরীহ নারী,শিশুদের নির্বিচারে হত্যা করছে। বর্তমানে সেখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হলে ও জাতিসংঘের নিরব ভূমিকার তীব্র সমালোচনা ও নিন্দা জানান তারা।
এছাড়াও,ফিলিস্তিনের অসহায় মানুষের পাশে খাদ্য,ঔষধ ইত্যাদি মানবিক সহায়তা পৌঁছে দিতে প্রধানমন্তীর প্রতি আহবান ও জানান তারা।

সমাবেশে থেকে ইসরাইলের বিভিন্ন পণ্যসাম্রগীর নাম উল্লেখ করে সেগুলো বর্জন করার জন্য সমাবেশে উপস্থিত সকলেই বাংলাদেশের মুসলমানদের প্রতি দাবি জানায়।

সমাবেশ শেষে অসহায় ফিলিস্তিনবাসী সহ বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য লিখুন