ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, প্রেমিকের লাপাত্তা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
অক্টোবর ১৬, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ, লালমনিরহাট।। লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী। এ ঘটনায় ঐ ছাত্রীর মা লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল থেকে ঐ ইউপির শিবেরকুটি এলাকায় প্রেমিক রোকনুজ্জামানের বাড়িতে অনশন করছেন প্রমিকা ঐ কলেজছাত্রী।
এবং সেদিন থেকে প্রেমিক রোকনুজ্জামান বাড়ি থেকে পালিয়ে আছেন।

প্রেমিক রোকনুজ্জামান শিবেরকুটি গ্রামের তোজাম মিয়ার ছেলে। ভুক্তভোগী প্রমিকা ওই ছাত্রী একই গ্রামের আলম হোসেনের মেয়ে আরপিনা।

জানা গেছে,প্রেমিক-প্রেমিকা উভয়ই কলেজ শিক্ষার্থী।


জানা যায়, প্রেমিক রোকনুজ্জামান ও প্রেমিকার বাড়ি একই এলাকায় হওয়ার সুবাদে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সেই সম্পর্ক দৈহিক সম্পর্কে পরিণত হয়। তারা দুজনেই কলেজ শিক্ষার্থী হওয়ায় কলেজে যাওয়ার কথা বলে রোকন তার প্রেমিকাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতো।

গত শুক্রবার বিকেলে রোকন বিয়ের কথা বলে প্রেমিকা ঐ ছাত্রীকে তার বাড়িতে নিয়ে যায়। পরে বাড়ির লোকজন বিষয়টি জানলে তারা রোকনের ওপর ক্ষিপ্ত হয়। এর এ পর্যায়ে প্রেমিক রোকন প্রেমিকা আরপিনাকে তার বাড়ির উঠানে রেখে পালিয়ে যায়। তখন থেকে প্রেমিকা আরপিনা বিয়ের দাবিতে ঐ বাড়িতে অনশনে আছেন।

ভুক্তভোগী ওই কলেজছাত্রী জানান,বিগত কয়েক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। সম্প্রতি বিষয়টি তার পরিবার জেনে যায়। তারপর থেকেই রোকনকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল সে। পরে রোকন তাকে বিয়ে করবে বলে রাজি হয় এবং বিয়ের কথা বলে তাকে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপরেই বিপত্তি বাধে। রোকনের পরিবার তাদের বিয়ে মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেয় এবং রোকনকে গালাগালি করে মারতে আসে।
এসময় রোকন পালিয়ে যায়।

এবিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, ঘটনাটি শুনেছি, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন