খাজা রাশেদ, লালমনিরহাট।। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এঘটনায় আহত ঐ গৃহবধূর শাশুড়ী ও ননদকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ। বর্তমানে নির্যাতনের শিকার আহত ঐ গৃহবধূ আদিতমারী স্বাস্থ্য কমপ্লে ভর্তি আছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭ টা দিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কুমড়ীর হাট ভেটেশ্বর এলাকার আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী ঝিনুক আক্তারের শাশুড়ী শেফালী বেগম, ননদ মৌসুমী আক্তার, চাচা শশুর মশিয়ার, নুরুল হক, মোবারক, ফুপা শশুর জিকরুল পূর্ব পরিকল্পনা অনুযায়ী রুমের মধ্যে গৃহবধুকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর ভাবে আহত করেন। ঐ সময়ে আহতের চিৎকারে তার স্বামী আব্দুল্লাহ আল মামুন তাদের কবল হতে স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
স্থানীয়রা জানায় জমি- জমার বিরোধ নিয়ে আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে ঝগড়া- বিবাদ চলে আসছে চাচা ও মা শেফালী বেগমের সাথে। নিজের ভাতিজা এবং ছেলের সঙ্গে না পেরে এর সূত্রধরে পুত্রবধূকে আঘাত করে গুরুতর আহত করেন তারা।
নির্যাতনের শিকার আহত ঝিনুক আক্তারের মাথায় আঘাত ও গালে ৪-৫ স্থানে লম্বা করে খুর দিয়ে কাটা জখম রয়েছে।
এ বিষয়ে,আদিতমারী থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান আহত ঝিনুক আক্তারের শাশুড়ী শেফালী বেগম ও ননদ মৌসুমী আক্তার কে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুত সকলকে আইনের আওতায় আনা হবে।