ঢাকাবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
অক্টোবর ৫, ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি: রাতভর বৃষ্টিপাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাস্তাঘাট, শিক্ষার্থীদের হল এবং শিক্ষকদের আবাসিক এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে যাতায়াতে চরম দুর্ভোগে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পানি জমে থাকায় ক্যাম্পাসে মশা ও বিষধর সাপের উপদ্রব বাড়ার আশঙ্কা করছেন অনেকে।

শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং যেগুলো রয়েছে, সেগুলো নিয়মিত সংস্কার ও পরিষ্কার না করায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না। ফলে দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকা পানিতে তলিয়ে থাকে। এতে নিয়মিত চলাফেরা করতে অসুবিধায় পড়তে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা, মমতাজ উদ্দীন কলা ভবনের সামনে, কেন্দ্রীয় গন্থাগারের পেছনে, পরিবহন মার্কেটের সামনে, টুকিটাকি চত্বর, পরিবহন এলাকা ও চারটি বিজ্ঞান ভবনের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এছাড়াও কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের উত্তর পাশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন পর্যন্ত রাস্তা পানির নিচে তলিয়ে আছে। এতে একাডেমিক ভবনগুলোয় ঢুকতে বিপাকে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। কেউবা ঢুকছেন পানিতে ভিজে। আবার অনেকে রিকসা করে গেট পর্যন্ত যাচ্ছেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নূর আহসান মৃদুল বলেন, রাস্তায় পানি জমার ফলে বিপাকে পড়তে হচ্ছে আমাদের। সকালে ক্যাম্পাসে এসে দেখি, রাস্তায় পানি জমে গেছে। বাধ্য হয়ে পানির মধ্য দিয়ে ক্লাসে যেতে হচ্ছে। প্রায়শই দেখতে পাই একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। আমরা চাই দ্রুত এর স্থায়ী সমাধান হোক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, জলবদ্ধতার বিষয়ে আমরা অবগত আছি। আমরা জানার সাথে সাথে পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য বলেছি। সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি। দ্রুতই পানি বের হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুন