ঢাকাবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

গাঁজা মিশ্রিত চকলেট খেয়ে ৬০ শিশু হাসপাতালে

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
অক্টোবর ৫, ২০২৩ ৭:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিয়বীয় দেশ জামাইকায় গাঁজা মিশ্রিত চকলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ৬০ জনের বেশি শিশু। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ শিশুদের বয়স ১২ বছরের আশপাশে। এমন তথ্য নিশ্চিত করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ফেভাল উইলিয়াম। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) তিনি জানান, ঘটনাটি ঘটেছে দেশটির রাজধানী থেকে ৫০ মাইল দূরে, সেন্ট আন এলাকায়। তিনি বলেন, চকলেট খেয়ে বেশ কিছু শিশু শিক্ষার্থী বমি করা শুরু করে। এছাড়া কারও কারও হ্যালুসিনেশন হতে থাকে।

শিক্ষামন্ত্রী জানান, অসুস্থ শিশুদের সুস্থ করতে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে, তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

২০১৫ সাল থেকে দেশটিতে প্রাপ্ত বয়স্কদের গাঁজা গ্রহণ বৈধ রয়েছে। ধর্মীয়, চিকিৎসা ও বৈজ্ঞানিক কারণে জামাইকায় একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ২ আউন্স পর্যন্ত গাঁজা রাখতে পারেন।

আপনার মন্তব্য লিখুন