খাজা রাশেদ, লালমনিরহাট।। জুয়া খেলায় টাকা হেরে গৃহবধূকে বেধড়ক মারপিট করে হত্যার অভিযোগে চার সন্তানের জননী বিউটি হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।
রবিবার (১অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর এলাকায় গৃহবধু বিউটিকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগে এ সংবাদ সম্মেলন করে নিহত গৃহবধূ চার সন্তানের জননী বিউটির পরিবার।
এ সময় লিখিত বক্তব্য তুলে ধরেন বিউটির ভাবি শ্যামলী বেগম। বক্তব্যে দাবি করা হয় বিউটির স্বামী জান্নাতুল ইসলাম একজন পেশাদার জুয়াড়ী। সে তাস ও মোবাইলে অনলাইন জুয়ায় দীর্ঘদিন ধরে আসক্ত। বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৪ লক্ষাধিক টাকা ঋণ করে জুয়ায় হেরে যায়। এ নিয়ে সাংসারিক অশান্তি দেখা দেয়।
ঘটনার দিন গত ২০ সেপ্টেম্বর বুধবার স্থানীয় কালীরহাট বাজারের একটি দোকানে বিকেলে জুয়া খেলারত অবস্থায় বিউটির সাথে জান্নাতুলের তর্ক হয়। এতে বিউটিকে শেষ করে দেওয়ার কথা বলে স্বামী জান্নাতুল। গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বেধড়ক মারপিটে একপর্যায়ে বিউটি মারা যায়। ঘটনা ভিন্নখাতে নিতে তাঁকে (বিউটিকে) নিজ পরিহিত ওড়নায় গলায় ফাঁস দিয়ে ঘরের ধর্ণায় লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায় জান্নাতুল। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে লাশ ময়না তদন্ত করে পরিবারের নিকট হস্তান্তর করেন।
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। রিপোর্ট অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।