করোনা মহামারির মধ্যেই জমকালো আতশবাজি আর আলোকসজ্জার মধ্য দিয়ে দেশে দেশে বরণ করে নেয়া হচ্ছে খ্রিষ্টীয় নতুন বছর ২০২১। নতুন বছর উপলক্ষে টাইগার ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। সে সঙ্গে দ্রুতই করোনার করাল গ্রাস কেটে যাবে বলে প্রত্যাশা তাদের।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ফেসবুক পোস্টে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান। চলতি বছরে করা ভুল থেকে শিক্ষা নিতে চান উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নতুন বছরে মাঠে নামতে চান নতুন উদ্যমে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও সবাইকে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা।
এ ছাড়া নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সৌম্য-সাব্বির-শান্ত-রুবেল-তাইজুল নাঈমসহ জাতীয় দলের অনেক ক্রিকেটার।
আপনার মন্তব্য লিখুন