ঢাকাবুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

চটকদার বিলবোর্ড লাগিয়ে দন্ত চিকিৎসা, রুবাইয়া ডেন্টালকে জরিমানা!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চানন রায়, বিশেষ প্রতিনিধি -: নীলফামারীর ডোমারে বিলবোর্ডে চটকদার বিজ্ঞাপন লাগিয়ে সেবা গ্রহীতাদের আর্কষণ করে চিকিৎসা দিতেন রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর এর চিকিৎসা প্রযুক্তিবিদ সুমন ইসলাম।


সুমন ইসলাম দন্ত চিকিৎসক না হয়েও মুখ গহব্বরে বিভিন্ন অপারেশনসহ এন্টিবায়োটিক ঔষধ লিখে প্রেসক্রিপশন করতেন। এছাড়াও যায়গা সংকুলান না থাকা,এক্স-রে মেশিন না থেকেও সেবা গ্রহীতাদের এক্স-রে করার আসস্থ করাসহ বিভিন্ন অভিযোগ করেন সেবা গ্রহীতারা।

অভিযোগের প্রেক্ষিতে বুধবার(২০সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট ডা. জান্নাতুল ফেরদৌস হ্যাপি ডোমার নিউ মার্কেটে রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে অভিযোগের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যতা পেয়ে নির্বাহী মেজিস্ট্রেট সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুমন রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৪৪ধারায় ৩০হাজার টাকা জরিমানা করেন। এবং বিলবোর্ড সরানোসহ নিয়ম অনুসারে যায়গার পরিধি বৃদ্ধি না করা পর্যন্ত ডেন্টাল কেয়ারটি বন্ধ রাখার নির্দেশ দেন।


এসময় আদালতকে ডোমার থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেটিক্স ডা. হযরত আলী এবং প্রসিকিউটর হিসেবে স্বাস্থ্য পরিদর্শক আল আমীন রহমান সহযোগীতা করেন।

আপনার মন্তব্য লিখুন