ঢাকারবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে কারাগারে বাবা!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
সেপ্টেম্বর ১০, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের ফুলপুরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. আশ্রব আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আদালতের পরিদর্শক ঝুটন কুমার বর্মণ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফুলপুর থানা পুলিশ মো. আশ্রব আলী নামে একজনকে আদালতে তুললে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ৭ সেপ্টেম্বর রাতে মো. আশ্রব আলী থানায় এসে নিজের ১৩ বছরের কিশোরী মেয়ে হারিয়ে গেছে বলে সাধারণ ডায়েরি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, আনুমানিক ১২ বছর আগে আশ্রব আলীর স্ত্রী তাকে রেখে আরেকজনকে বিয়ে করে এক ছেলে ও এক মেয়েকে তার কাছে রেখে চলে যান। এরপর আশ্রব আলী তার ছেলে ও মেয়েকে নিয়ে এক ঘরেই বসবাস করতেন। হঠাৎ গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যার পর থেকে মেয়ে নিখোঁজ হয়। এরপর তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে আশ্রব থানায় সাধারণ ডায়েরি করেন।

ওসি বলেন, এরপর শুক্রবার এএসআই আবুল বাসেদ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন এবং নিজের মোবাইল নম্বর আশপাশের লোকজনদের দিয়ে আসেন যেন কেউ কিছু জানতে তাকে জানানো হয়। পরে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এএসআই বাসেদের ফোনে অপরিচিত নম্বর থেকে কল আসে। সে নিজেকে আশ্রব আলীর মেয়ে পরিচয় দিয়ে জানায়, প্রতিরাতে তার বাবা হাত-পা বেঁধে ও মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করতেন এবং কাউকে কিছু বললে জবাই করে হত্যার হুমকি দিতেন। প্রতিদিনের এই নির্যাতন থেকে বাঁচতে সে পালিয়ে ঢাকায় তার মায়ের কাছে যায়। এমন অভিযোগের পর ওই রাতেই অভিযান চালিয়ে আশ্রব আলীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, শনিবার সকালে ঢাকা থেকে ওই কিশোরীকে নিয়ে তার মা থানায় এসে মামলা করেন। পরে ওই মামলায় পুলিশ আশ্রব আলীকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

আপনার মন্তব্য লিখুন