প্রতিদিনের বাংলাদেশ:: বিএনপির দাবি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আওয়ামী লীগ নির্বাচন চায়, দলীয় সরকারের অধীনে। এটাই দুই দলের এক দফা। গত কয়েক মাসে মাঠের আন্দোলনে এটাই ছিল মূল উপজীব্য। সম্প্রতি সুর পাল্টাচ্ছে দুই দলই। আওয়ামী লীগ নেতারা বলছেন, ‘আর ছাড় দেওয়া হবে না।’ বিএনপি নেতারাও বলছেন, ‘আঘাত এলে পাল্টা আঘাত দেওয়া হবে।’ দফাকেন্দ্রিক আন্দোলনের পাশাপাশি এখন রাজনীতির মাঠ আরও উত্তপ্ত হচ্ছে এ ধরনের বাক্যবাণে।
নির্বাচনের বাকি মাত্র চার মাস। অথচ এক দফা দাবিতে দুই দল দুই মেরুতে অবস্থান করছে। দেশি-বিদেশি নানা বৈঠক বা আলোচনায় অবস্থানের পরিবর্তন করেনি তারা। এরই মধ্যে রাজনৈতিক মাঠে নেতাদের উসকানিমূলক বক্তব্য উত্তাপ ছড়াচ্ছে। যদিও অনেকে এটিকে রাজনীতিতে ‘কথার কথা’ বলেই উড়িয়ে দিচ্ছেন। তারা মনে করেন, দেশের অর্থনৈতিক এ পরিস্থিতিতে কোনো অস্থিরতা সামাল দেওয়ার অবস্থা নেই। সব পক্ষকে এটি বুঝতে হবে।
বিশ্লেষকরাও বলছেন, আলোচনায় সমাধান না হলে সংকট বাড়বে। অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হবে। যেটা কোনোভাবেই দেশের জন্য কল্যাণকর নয়।
সম্প্রতি এক কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আঘাত এলে পাল্টা আঘাত করা হবে। জীবন দিয়ে হলেও দাবি আদায় করে নেওয়া হবে।’
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা যুগে যুগে শুধু মার খাবো না। এজন্য দেশ স্বাধীন করিনি। কেউ আঘাত করলে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’
তিনি বলেন, ‘আমরা কোনো প্রাণহানি চাই না। শান্তিপূর্ণভাবে (সরকারের) পদত্যাগ চাই। শেষ নিশ্বাস পর্যন্ত শেখ হাসিনার পতনের জন্য মাঠে থাকবো। শেখ হাসিনার পতনের আগে গয়েশ্বর রায় চিতায় উঠবে না।’
অপরদিকে বিএনপিকে সতর্ক করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ষড়যন্ত্রকারীরা প্রস্তুত হচ্ছে, আমরাও প্রস্তুত, বেশি বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না।’
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘অনেক হয়েছে আন্দোলন, এবার ঘরে ফিরে যান। আন্দোলনের নামে যদি দেশে অরাজকতা করতে চান, তবে আপনাদের বিগত বছরের মতো প্রতিহত করা হবে। কোনো নাশকতাকারীকে আর ছাড় দেওয়া হবে না।’
একই সুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিরও। ছাত্রলীগের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘যারা এ দেশকে পাকিস্তান বানাতে চায় তাদের প্রতিহত করতে নতুন প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে। রাজনীতির নামে যদি কোনো অপশক্তি মাথাচাড়া দিতে চায় তাদের প্রতিরোধ করতে হবে।’