জাকির হোসেন,ঢাকা:: চলছে ভাদ্র মাসে। ভাদ্রের ‘তালপাকা’ গরমে বেতাল জনজীবন। তবে এই গরমের মাঝেই বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস। শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
পূর্বাভাসে জানানো হয়েছে আজ শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া এসময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় সমান থাকবে এবং আগামী পাঁচ দিনে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আপনার মন্তব্য লিখুন