স্টাফ রিপোর্টার::জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের তিন দিনের ভারত সফরের মধ্যেই নিজেকে বিরোধী দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
জাপা সূত্রে জানা যায়, দলের চার জন কো-চেয়ারম্যান গত ডিসেম্বরে জিএম কাদেরের বিরুদ্ধে অনাস্থা এবং অযোগ্যতার অভিযোগ তুলে রওশন এরশাদকে চিঠি দেন। সেসময় রওশন এরশাদ সেই প্রস্তাবে রাজী না হয়ে জিএম কাদেরকে আরও সময় দেওয়ার কথা জানান। তবে মঙ্গলবার (২২ আগস্ট) সকালে তিনি হঠাৎ করেই নিজেকে জাপা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন।
রওশন এরাশাদের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পার্টির সিনিয়র নেতাদের পরামর্শে ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’
জিএম কাদেরের নেতৃত্বে জাপার তিন সদস্যের প্রতিনিধি দল আজ দিল্লি থেকে ঢাকা ফেরার কথা রয়েছে।