অনলাইন ডেস্ক:: ঠিক সময়েই ছেড়েছিল ট্রেন। কিন্তু সঙ্গে সঙ্গেই শিকার হলো লোডশেডিংয়ের। দুইটি কক্ষে নিভে যায় আলো। ফ্যান বন্ধ, এমনকি চলছিল না এসিও। ক্ষোভে মেজাজ হারান যাত্রীরা। আর তাদের রাগ গিয়ে পড়ে টিকিট পরীক্ষকের (টিটিই) ওপর। ওই ব্যক্তিকে ট্রেনের বাথরুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়।
সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার উত্তরপ্রদেশের গাজিপুরের উদ্দেশ্যে আনন্দ বিহার টার্মিনাল ছেড়ে যায় সুহাইলদেব সুপারফাস্ট এক্সপ্রেস। কিন্তু দিল্লি থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই লোডশেডিংয়ের কবলে পড়ে অন্ধকার হয়ে যায় দুইটি কক্ষ।
এমন সময় ঠিক ওই কক্ষেই ছিলেন টিটিই। যাত্রীদের রাগ গিয়ে পড়ে তার ওপর। অভিযোগ, টিটিইকে ঘিরে যাত্রীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। একসময় তাকে জোর করে ট্রেনের বাথরুমে ঢুকিয়ে দেওয়া হয়। সেখানেই বন্দি করা হয় তাকে।
পরে টুন্ডলা স্টেশনে ট্রেন দাঁড় করানো হলে রেল পুলিশের কর্মকর্তারা গিয়ে টিটিইকে উদ্ধার করেন। উত্তেজিত যাত্রীদেরও শান্ত করেন তারা। যাত্রীদের আশ্বাস দেওয়া হয়, দ্রুত লোডশেডিংয়ের সমস্যা মেটানো হবে। তারাই ওই দুই কক্ষে আবারও বিদ্যুৎ