ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৮৪

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ১৫, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

তাহনিমা আক্তার, ঢাকা:: দেশজুড়ে এডিস মশাবাহী রোগ ডেঙ্গুর প্রকোপে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। গত একদিনেও মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। ফলে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৬ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৮৪ জন। এতে আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৮৭৫ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৮৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৩১ জন ও ঢাকার বাইরের এক হাজার ২৫৩ জন। আর ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের পাঁচজন রাজধানী ঢাকার বাসিন্দা ও বাকি পাঁচজন বিভিন্ন জেলার বাসিন্দা।

বর্তমানে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯ হাজার ১১৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৪ হাজার ১০ জন ও ঢাকার বাইরে রোগী ভর্তি আছেন ৫ হাজার ১০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৮৭৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৪ হাজার ৩৯৬ জন। পাশাপাশি ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৪৭৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ৩৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০ হাজার ৬৩ জন এবং ঢাকার বাইরের ৪০ হাজার ২৬৯ জন।

আপনার মন্তব্য লিখুন