ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

বামনডাঙ্গায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ১৫, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি সৈয়দা মাসুদা খাজা’র সার্বিক তত্ত্বাবধায়নে বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ও শ্রমিকলীগের আয়োজনে শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর বিকাল ৩ঘটিকায় দলীয় কার্যালয় থেকে আওয়ামীলীগ ও এর সহযোগিতা সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি শোক র‌্যালী বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে পূনরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শমেস উদ্দিন বাবু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দা মাসুদা খাজা।

সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম শহীদ’র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ মশিউর রাব্বানী আপেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ,এস,এম আশেকুজ্জামান প্রামানিক তুহিন, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি খালেক গাফলাদার, আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম, যুবলীগ নেতা স্বপন রাম রায়, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান প্রমুখ।

শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি মঙ্গল কামনা করে কোরআন খতম এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন