আশরাফুল হক, লালমনিরহাট।। লালমনিরহাটের ২৫০ শয্যার সদর হাসপাতালে ভুল চিকিৎসা সেবা ও অনভিজ্ঞ নার্সদের খারাপ ব্যবহারে সিভিল সার্জন সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার তালুক হারাটি ইউনিয়নের হাজের আলীর ছেলে আসাদুল ইসলাম (৩০) গত ২৮/০৭/২০২৩ ইং তারিখে তার পিতা হাজের আলীর সোডিয়ামের অভাব দেখা দেওয়ায় তাকে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সাথে পরামর্শ ক্রমে সদর হাসপাতালে ভর্তি করান। যাহার ভর্তি রেজি নং-৯৯১/৪৬ বেড নং-সি/১ মেডিসিন বিভাগ। রোগী ভর্তি করার পর ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীর শরীরে সোডিয়াম ও নরমাল স্যালাইন পুশ করা হয়। কিন্তু স্যালাইন হাতের রগে পুশ না করে ভুল বসত ও অনভিজ্ঞ থাকায় নার্সরা মাংসে পুশ করেন। ফলে রোগী হাজের আলীর হাত অনেকটা ফুলে যায় এবং হাতে ইনফেকশন হয়। উপায়ন্তর না পেয়ে রোগী হাজের আলীর ছেলে আসাদুল ইসলাম দায়িত্বে থাকা ডাক্তার ও নার্সদের বিষয়টি জানালে তারা কোন কর্ণপাত করেনি। কর্ণপাত না করায় রোগী হাজের আলীর হাতের অবস্হা বেগতিক ভাবে ফুলে যায় এবং আরো গুরুতর অসুস্থ হন।
এই অবস্থা দেখে আসাদুল ইসলাম তার পিতা হাজের আলীকে রিলিজ অডার করে উন্নত চিকিৎসা করাতে ০২/০৮/২০২৩ ইং তারিখে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীকে ভর্তি করাতে না পেরে অবশেষে রংপুর কমিউনিটি মেডিকেল হাসপাতালে রোগী হাজের আলীকে ভর্তি করান। রংপুর কমিউনিটি মেডিকেল ও হাসপাতালের চিকিৎসকগণ বলেন রোগী হাজের আলীকে সঠিক চিকিৎসা না দেওয়া ও ভুল জায়গায় স্যালাইন পুশ করার কারনে রোগীর হাতে ইনফেকশন হয়েছে। এখন অপারেশন করে তার চিকিৎসা করাতে হবে।
এ বিষয়ে রোগী হাজের আলীর ছেলে অভিযোগকারী আসাদুল ইসলাম বলেন, আমার বাবাকে সদর হাস পাতালে ভর্তি করার আগে আমি কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সাথে পরামর্শ করেছি। তারা আমার বাবাকে ভুল চিকিৎসা সেবা দেওয়ায় তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের ভুল চিকিৎসার কারণে অহেতুক আর্থিক ক্ষতি হচ্ছে। আমি লিখিত অভিযোগ বিভিন্ন দপ্তরে দিয়েছি তাদের বিচার চাই।
এ বিষয়ে সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় বলেন, অভিযোগ পেয়েছি এবং তা হাসপাতালের তত্ত্বাবধায়ক কে দিয়েছি বিষয়টা ওনি দেখবে।
সদর হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডা. রমজান আলী এ বিষয়ে বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টা আমি গুরুত্বসহকারে দেখবো এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা গ্রহণ করা হবে।