ঢাকাসোমবার , ৭ আগস্ট ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ভারী বর্ষণে বান্দরবানে পাহাড় ধসে ৬ জন আহত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ৭, ২০২৩ ৩:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবান প্রতিনিধি:: টানা চারদিনের ভারী বর্ষণের কারণে বান্দরবানে পাহাড় ধসে ছয়জন আহত হয়েছেন।

রোববার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আহতরা হলেন- বান্দরবান পৌরসভার কালাঘাটা বীরবাহাদুর নগর এলাকার বাসিন্দা রুমি আক্তার (২৮), বান্দরবান স্টেডিয়াম এলাকার বাসিন্দা মো. রিদোয়ান (১৯), নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নের করিমার ঝিরি এলাকার জসিম উদ্দিনের স্ত্রী রোকসানা (২৪) এবং তার দুই মেয়ে আনিকা (৮), জেসমিন (৬) ও দেড় বছরের ছেলে শাহাজালাল।

বান্দরবান আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ২১৯ মিলিমিটার ও গত চার দিনে জেলায় প্রায় সাড়ে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও পাঁচ-ছয় দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় পাহাড় ধসেরও সম্ভাবনা আছে।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, এ পর্যন্ত জেলায় পাহাড় ধসে নাইক্ষ্যংছড়িতে চারজন ও বান্দরবান সদর উপজেলায় দুজন আহতের খবর পাওয়া গেছে। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, জেলায় ১৯২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে সকাল পর্যন্ত ৯টি পরিবারের ৩৫ সদস্য আশ্রয় নিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন