ঢাকাশনিবার , ২৯ জুলাই ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত-৫

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ২৯, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ দীর্ঘ ২৫ বছর পর লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন পুর্ববর্তী সাধারণ সভায় নতুন কমিটি গঠন নিয়ে দু’গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘষের্র ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৯ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শ্রমিক নেতা, সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি ও জেলা ট্রাক চালক সমিতির সভাপতি কোরবান আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিনের নির্বাচন না হওয়ায় বিভিন্ন সময়ে শ্রমিক নেতা কোরবান আলীর নেতৃত্বে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছেন জেলার সাধারণ শ্রমিকরা।

আন্দোলনের মুখে দ্বি-বার্ষিক সাধারণ সভার আয়োজন করে শ্রমিকদের এ সংগঠন।

লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার (২৯ জুলাই) দুপুরে এ সাধারণ সভার আয়োজন করা হয়।

সাধারণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.মতিয়ার রহমান, জেলা আওয়ামিলীগের যুগ্ন-সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদসহ সভায় রংপুর বিভাগের ৮ জেলার শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। Add 99998

সাধারণ সভা শুরু হওয়ার আগে শ্রমিক নেতা কোরবান আলী নেতৃত্ব দিয়ে, শহরের কালেক্টরেট মাঠ থেকে জেলা পরিষদ অডিটোরিয়ামের দিকে একটি মিছিল নিয়ে আসেন।

বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, শাজাহান খান এমপির ছবি সম্বলিত ব্যানার নিয়ে মিছিলটি জেলা পরিষদ অডিটোরিয়ামের প্রবেশ মুখে আসা মাত্র অপর গ্রুপের লোকজন মিছিলটিকে বাঁধা দেয় এবং হামলা চালায়। এতে কোরবান আলী, কালাম, আজাদ, লিটন ও জাকিরসহ দু’গ্রুপের পাঁচজন আহত হন। পরে তাদের লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হলেও আহতদের মধ্যে কোরবান আলীর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ দিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা ট্রাক চালক সমিতির সভাপতি কোরবান আলীর আহত হওয়ার ঘটনায় সাধারণ শ্রমিকরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজারে প্রায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখেন।

সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী হওয়ায় বহিরাগতদের আক্রমণের শিকার হয়েছে বলে দাবি শ্রমিক নেতা কোরবান আলীর।

বিষয়টি নিয়ে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৭ সালের ২৩ সেপ্টেম্বর। এরপর আর কোন নির্বাচন হয়নি সংগঠনটি এই জেলা শাখায়। বার বার একই ব্যক্তিকে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়।

এদিন জেলা পরিষদ অডিটোরিয়ামে দ্বি-বার্ষিক সাধারণ সভায় হট্রগোল হলেও বাবু পুলিন ও আবুল কালাম প্যানেলের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন পরিচালনায় একটি নতুন কমিটি গঠন করে দিয়ে যান সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

আপনার মন্তব্য লিখুন