ঢাকাশনিবার , ২৯ জুলাই ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

জিপিএ-৫ পাওয়ার আনন্দে বাইক চালাতে গিয়ে প্রাণ গেল ছাত্রের!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ২৯, ২০২৩ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ:: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় দীপ্ত দেব পংক (১৭) নামের এক জিপিএ-৫ পাওয়া এসএসসির ফল পাওয়া ছাত্রের মৃত্যু হয়েছে। প্রকাশিত ফলাফলের আনন্দে মোটরসাইকেল চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ছাপরহাটি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৮ জুলাই) রাতে উপজেলার বেলকা-ধুপনি সড়কের কালিয়ার ছিড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। সে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয় বলে জানা গেছে।

নিহত দীপ্ত দেব পংক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তনয় দেবের ছেলে ও সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর মরুয়াদহ গ্রামের লুটু চাকির নাতি। সে নানার বাড়ি থেকে লেখাপড়া করছিল।

স্থানীয়রা জানান, দীপ্ত দেব পংকে এবার এসএসসি ফলাফলে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। এরই আনন্দে মোটরসাইকেল চালিয়ে ধুপনি এলাকার দিকে যাচ্ছিল। পথিমথ্যে কালিয়ার ছিড়া নামক স্থানে পৌঁছিলে অপর একটি অটোরিকশার থাক্কায় ছিটকে পড়ে যায়। এসময় ঘটনা স্থলে দীপ্ত দেব পংক নিহত হয়।

এ তথ্য নিশ্চিত করে ছাপরহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২নং ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম জানান, ওইস্থানে সড়ক দুর্ঘটনায় দীপ্ত দেব পংক নামের এক ছাত্র নিহত হয়েছে। মেধাবী এই ছাত্রের অকাল মৃত্যুটি খুবই দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুন