গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ চেষ্টা মামলার বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামীরা।
বিভিন্ন সময় বাদীকে মামলা তুলে নিতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে (২৫ জুলাই) বিকালে গাইবান্ধা সমবায় মার্কেটে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদী মোঃ বকুল মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন বকুলের বড় ভাই জাহাঙ্গীর আলম, মনছুর রহমান, ভাবী রুনা বেগম, মেয়ে আমেনা আক্তার বিথি প্রমুখ।
লিখিত বক্তব্যে বকুল বলেন, মামলা তুলে নেওয়ার জন্য আসামীরা রাস্তাঘাটে যখন যেখানে পায় হুমকি ধামকি দিচ্ছেন। এছাড়াও মামলার স্বাক্ষীদেরকে স্বাক্ষী দিতে বাঁধা প্রদান করছেন। এদিকে আসামী পক্ষের লোকজন বলে বেড়াচ্ছেন, যেকোন মহূর্তে ভিকটিমকে তুলে নিয়ে বড় ধরনের ক্ষতি করবেন তারা।।
প্রসঙ্গতঃ গত ২ জুলাই বাদী বকুল মিয়ার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মোছাঃ আমেনা আক্তার বিথিকে প্রাইভেট শিক্ষকসহ তিনজন আসামী বাড়ী থেকে কৌশলে ডেকে অপহরণ করে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এঘটনায় ৬ জুলাই গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়।
মামলার পর এক আসামীকে গ্রেফতার করলেও অন্যান্য আসামীরা ধরাছোঁয়ার বাহিরে রয়েছে।