ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

বৌভাতে কনেযাত্রী বেশি হওয়ায় সংঘর্ষ, কনেসহ আহত ২৪

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ১৮, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

প্রতিদিনের বাংলাদেশ:: বৌভাতের অনুষ্ঠানে কনেযাত্রী পাঁচজন বেশি যাওয়ায় মেয়ের বাড়ির অতিথিদের বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বীরভূমের সিউড়িতে। এ ঘটনায় আহত হয়েছেন ২৪ জন। মারামারির সময় জখম হয়েছেন কনে নিজেও। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বরকে গ্রেপ্তারের পরে পাঠানো হয়েছে জেলে।

মারামারির সময় বাঁশের লাঠির আঘাতে কারও মাথা ফেটেছে, কারও হাত-পা ভেঙেছে। কনের মামার গালে সপাটে চড় মারায় তিনি বধির হয়েছেন।

জানা গেছে, বীরভূম জেলার সিউড়ি দুবরাজপুরের লোবা পঞ্চায়েতের শিমুলডিহি গ্রামের সুরিয়া খাতুনের সঙ্গে পাশের সদাইপুর থানার গুনসিমা গ্রামের শেখ আতিকুলের গত শনিবার বিয়ে হয়। পরেরদিন রোববার বৌভাত উপলক্ষে কনের পরিবারের ৩০ জন কনেযাত্রী হিসেবে বরের বাড়িতে যান। পাঁচজন বেশি যাওয়া নিয়ে শুরু হয়ে বচসা। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়।

এ সময় কনে পক্ষের ছয়জন পালিয়ে যান। আহত কনেসহ কনেপক্ষের ২৪ জনকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে কয়েকজনকে।

কনে সুরিয়ার ভাই আবুল হোসেন হত্যাচেষ্টার লিখিত অভিযোগ করেন থানায়। পরে পুলিশ বর শেখ আতিকুল ও শ্বশুর শেখ কালোসহ চারজনকে গ্রেপ্তার করে। বরপক্ষের বাকি অভিযুক্তরা পলাতক রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন