সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধে জের ধরে বড় ভাই জাকির আলমের (৫০) দায়ের কোপে নিহত হয়েছেন ছোট ভাই কামরুজ্জামান পালানু (৪৫)।
সোমবার(১০ জুলাই) উপজেলার সংগাও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও দুই ভাই। তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ডন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সনগাঁও গ্রামের মৃত হারেসুর চৌধুরী বড় ছেলে জাকির আলম ও মেজো ছেলে কামরুজ্জামান পালানু সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। শনিবার পারিবারিক ভাবে সালিস বৈঠক বসে। বৈঠকে তার চার ভাই মধ্যে বড় ভাই জাকির আলম (৫০) কামরুজ্জামান পালানু (৪৫) আলমগীর হোসেন (৩২) ও লুৎফর রহমান যোগ দেন। সালিশের এক পর্যায়ে
উত্তেজিত হয়ে জাকির আলম বসত ঘর থেকে দা নিয়ে এসে কামরুজ্জামান পালানু মাথায় কোপ দেন।
এরপর সে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে কামরুজ্জামান ছেলে সরোয়ার হোসেন (২৩) অন্য চাচাদের উপর চড়াও হন। এ সময় চাচা আলমগীর হোসেন ও লুৎফর রহমানকে পিটিয়ে আহত করেন সারোয়ার। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এরমধ্যে কামরুজ্জামান পালানু অবস্থা গুরুতর হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। দিনাজপুর মেডিকেল কলেজ থেকেও রেফার্ড করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, এ ঘটনায় পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।