ইশরাক হোসেন,স্টাফ রিপোর্টার:: কিছুদিন আগে হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ওপেনার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অবশ্য ওই ঘোষণার ৩০ ঘণ্টার মধ্যেই অবসর ভাঙারও ঘোষণা দেন তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এই বাঁ-হাতি ব্যাটার।
তামিমের অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার নেপথ্যের কারিগর জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিসহ বাকি সবাই যখন তামিমের সঙ্গে যোগাযোগ করতে অথবা অবসর ঘোষণা দেয়া থেকে বিরত থাকতে মানাতে পারছে না তখনই ত্রাতা হয়ে এলেন মাশরাফি।
গণভবনে তামিমের যাওয়া থেকে অবসর ভেঙে ফেরা পর্যন্ত মাশরাফির ভূমিকা ছিল প্রশংসনীয়। আর এতেই দেশের সাধারণ দর্শক থেকে মাশরাফি ভক্ত, অনেকেই দাবি তুলেছে তাকে বোর্ড প্রেসিডেন্ট করার।
এই দাবিটা অবশ্য ক্রিকেট প্রেমিদের অনেক দিনের। অনেকে বলছে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল যেমন বদলে গেছে ঠিক তেমনি বদলে যাবে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটিও। তামিমের অবসর থেকে ফেরার ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মাশরাফিকে বিসিবি সভাপতি করার দাবিতে পোস্ট করেছে।