ঢাকারবিবার , ২ জুলাই ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

আমদানির খবরে ১২০০ টাকা কেজির কাঁচা মরিচ এখন ৩০০

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ২, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: ভারত থেকে আমদানির খবরে ফরিদপুরে অর্ধেকের নিচে নেমে এসেছে কাঁচা মরিচের দাম। খুচরা দরে ৮০০ টাকা কেজির কাঁচা মরিচ এক দিনের ব্যবধানে কমে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম আরো কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ফরিদপুরেরর বিভিন্ন বাজারে শনিবার (০১ জুলাই) মরিচ খুচরা ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

আজ রবিবার বিকেল পর্যন্ত জেলার বাজারগুলোতে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হতে দেখা গেছে। বৃষ্টি ও খরায় ফলন কম হওয়ায় বাজারে কাঁচা মরিচ সংকট দেখা দেয়। এই সুযোগে হঠাৎ কাঁচা মরিচের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা।

ফরিদপুর শহরের হোটেল মালিক দাউদ আকন্দ বলেন, ‘হোটেলের জন্য শনিবার ৭০০ টাকা কেজি দরে মরিচ কিনতে হয়েছে।

সেই মরিচ রবিবার বিকেলে নিউমার্কেট ও চক বাজার এলাকায় ৪০০ টাকা কেজি দরে কিনেছি।’
মধুখালী উপজেলা সদরের আড়তদার মো. আলম বলেন, ভারত থেকে আমদানির খবরে একদিনের ব্যবধানে ৮০০ টাকার মরিচ ৩০০ টাকায় নেমে এসেছে। কাল-পরশুর মধ্যে দাম আরো কমে যাবে। দুই একদিনের মধ্যেই মরিচের দাম আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।

মধুখালী আড়ৎ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ভবতোষ দাস বলেন, সিন্ডিকেটের কারণে হঠাৎ করে বাজারে অস্বাভাবিক হারে কাঁচা মরিচের দাম বেড়ে যায়। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়। ভারত থেকে আজ ৩০ থেকে ৪০ ট্রাক কাঁচা মরিচ এসেছে। এ খবরে হঠাৎ করে দর পড়ে গেছে। সামনে দাম আরো কমবে।

আপনার মন্তব্য লিখুন