খাজা রাশেদ, লালমনিরহাট: সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন কয়েকটি মসজিদের মুসল্লিরা।
২৮ জুন (বুধবার) সকাল ৮টায় উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি মুন্সিপাড়া জামে মসজিদ, চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট ও বোতলা এলাকা, কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি চর গ্রামে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজে অংশগ্রহণ করা মুসুল্লিগণ জানান,প্রায় ১যুগ আগে থেকে আমরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করি এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে পশু কোরবানি করে আসছি। তারা আরও বলেন, সারা বিশ্বে একই দিন ঈদ হবে। এ বিশ্বাস থেকেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা উপজেলার কয়েকটি গ্রামে এভাবেই ঈদুল ফিতর, ঈদুল আজহা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান জানান, পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপুর্ন ভাবে উপজেলার ৪টি মসজিদের মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল আজহা উদযাপন করেছে।