ঢাকাবুধবার , ২৮ জুন ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সৌদির সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদ উদযাপন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ২৮, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ:: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ বুধবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় উদযাপন হয়েছে পবিত্র ঈদুল আজহা। তবে সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হওয়ায় নামাজ আদায় করতে কিছুটা বিঘ্নিত হয়েছে।

ঈদের জামাতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশত মুসল্লি এতে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা যথা নিয়মে ঈদের আনন্দ ভাগাভাগি করে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। নামাজ শেষে তারা পশু কোরবানি দেন।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার সহিহ্ হাদিস সম্প্রদায়ের মুসল্লিরা উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার নতুন জামে মসজিদের ভেতরে এ ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজে ইমামতি ও খুতবা পাঠ করেন মাওলানা আব্দুল মালেক।

সকাল থেকেই জেলার সদর উপজেলার ফলিমারি, দুর্গাপুর, শ্যামপুর, সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে সাইকেল, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনযোগে তালুক ঘোড়াবান্ধা মধ্যপাড়ায় জড়ো হতে থাকে। বাইরে বৃষ্টির কারণে তারা মসজিদের ভেতরে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।

নামাজে আসা সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজিবপুর গ্রামের সাইদুল (৩৭) বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়তেই আজ সকালে এখানে এসেছি। সবাই মিলে ঈদুল আজহা আদায় করলাম। এভাবেই আট বছর ধরে ঈদ ও কোরবানি করে আসছি আমরা।

এদিকে, একদিন আগে ঈদ পালনে অপ্রীতিকর যেকোনো ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষায় থানা-পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

আপনার মন্তব্য লিখুন