ঢাকামঙ্গলবার , ২৭ জুন ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা থেকে মৃত্যু ঝুঁকি নিয়ে শুরু হয়েছে ঈদযাত্রা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ২৭, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

তাহমিনা আক্তার, ঢাকা: ঈদ যাত্রায় ঢাকা, টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপে থেমে থেমে গাড়ি চলছে। তবে টাঙ্গাইল রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হয়নি। তবে টোলবক্সের সামনে মাঝে মাঝে গাড়ির দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

বড় বাসগুলোর সঙ্গে পাল্লা দিয়ে ট্রাক,পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে করে অনেক যাত্রী ঘরে ফিরছে। অনেককে আবার জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে করেও বাড়ি ফিরছেন।

মঙ্গলবার (২৭ জুন) দুপুর সোয়া ১টার দিকে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় সরেজমিনে দেখা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গমুখী গাড়ির দীর্ঘ লাইন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বেশ কিছু যাত্রী গাড়ির ছাদেও চড়ে বাড়িতে রওয়ানা দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের যাত্রী মো. আকতার হোসেন বলেন, টিকেট না পেয়ে তিনি ৩০০ টাকা দিয়ে গাড়ির ছাদে যাচ্ছেন। এতে অনেক কষ্ট হচ্ছে তার। কিন্তু কিছুই করার নেই। তারপরও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে পারবেন বলে তিনি খুশি।

আকতারের মত অবস্থা আরও অনেকেরই। তবে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফেরাকে সমর্থন করছেন না অনেক যাত্রী।

এদিকে, মঙ্গলবার দুপুরে মহাসড়ক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দার।

এ সময় তার সঙ্গে ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি মো. জাফর আহাম্মেদ, এলেঙ্গা পৌরসভার মেয়র মো. নূর এ আলম সিদ্দিকী প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন